জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বান্দিপোরার (Bandipora) গুলশন চকে সন্ত্রাসবাদী হামলায় (Militant Attack) মৃত্যু দুই পুলিশকর্মীর। শুক্রবার সন্ধেবেলা এই ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, গুলশন চকে পুলিশ কর্মীদের ওপর গুলি চালায় সন্ত্রাসবাদীরা। দুজন পুলিশকর্মী (Policemen) মারাত্মকভাবে জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।
বান্দিপোরার গুলশন চকে এই ঘটনার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জঙ্গিহামলার কড়া নিন্দা করেন তিনি।