বড়দিনের মরশুম। সারা দুনিয়াজুড়েই এই সময় জিঙ্গল বেল, স্নো বিয়ার, আর লাল সাদা কোট পরা সান্টা ক্লজেদের ভিড় রাস্তায় রাস্তায়। তা বলে ২০০ জন সান্টা ক্লজ একসঙ্গে? মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন এরকমই এক অভিনব উদযাপনের সাক্ষী হল গত রবিবার। তুষার ঘেরা প্রান্তরজুড়ে স্কি করে বেড়াল শ'দুয়েক সান্টা।
রিভার ফান্ড মেইন আয়োজিত এই উদযাপনে অংশ নিতে সান্তাক্লজের সাজ পোশাক, লাল জ্যাকেট, সাদা দাড়ি সবের ব্যবস্থা করেছিলেন অংশগ্রহণকারীরা নিজেরাই। উদযাপনে অংশগ্রহণের জন্য আগে থেকে রেজিস্টার করাতে হয়েছিল নাম।
এছাড়া তারা প্রত্যেকে ২০ ডলার করে অনুদানও দেন ঐ সংস্থাকে। রিভার ফান্ড মেইন সংস্থাটি মূলত কাজ করে সেখানকার স্থানীয় শিশুদের পড়াশোনা এবং খেলাধুলা, সার্বিক বিকাশ নিয়ে।
রোপওয়ে চেপে বরফের দেশে নামলেন সান্টারা, দাপিয়ে বেড়ালেন মেইন। সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা।