জাওয়াদ ঘূর্ণিঝড়ের (Cyclone Jawad) প্রভাবে রবিবার হাওড়া থেকে বাতিল হল ৩৮টি দূরপাল্লার ট্রেন (Express Train)। ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির (Cyclone and Heavy Rain) আশঙ্কায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল (South East Rail)।
বিশেষ করে ওড়িশা (Odisha) ও দক্ষিণ ভারত (South India) গামী অধিকাংশ দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। হাওড়া (Howrah) থেকে বাতিল হয়েছে হায়দরাবাদ যাওয়ার ইস্ট কোস্ট এক্সপ্রেস। চেন্নাইয়ের করমন্ডল এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। তালিকায় আছে এর্নাকুলাম এক্সপ্রেস ও এমজিআর চেন্নাই মেল। পুরী যাওয়ার ধৌলি এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে গোয়া গামী অমরাবতী এক্সপ্রেস। বেঙ্গালুরু গামী হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।
দুপুরে পুরী উপকূলে (Puri) পৌঁছবে ঘূর্ণিঝড় জাওয়াদ। পুরী থেকে বাংলায় প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। এরপর তা বাংলাদেশের অভিমুখে চলে যাবে। গতকালও বেশ কিছু ট্রেন বাতিল করেছিল দক্ষিণ পূর্ব রেল। সোমবার পরিস্থিতি দেখে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।