কেন্দ্রীয় অর্থমন্ত্রকের হিসেব বলছে, ২০২০-২১ অর্থবর্ষে এখনও পর্যন্ত তিন কোটিরও বেশি আয়কর রিটার্ন (Income tax returns) ফাইল করা হয়েছে। তবে যে সকল করদাতারা এখনও পর্যন্ত আয়কর দেননি, তাঁদেরও দ্রুত আয়কর(Income tax) মেটানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রতিদিন দাখিল হওয়া ITR-এর সংখ্যা চার লাখেরও বেশি। আয়কর জমা দেওয়ার নির্দিষ্ট তারিখটি বাড়িয়ে এই বছরের ৩১ ডিসেম্বর করা হয়েছে। আর সেই তারিখ দ্রুত এগিয়ে আসার ফলে প্রতিদিনই আয়কর জমার হার বাড়ছে।
আয়কর বিভাগও ইতিমধ্যেই করদাতাদের ই-মেল, এসএমএস এবং গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে দ্রুত আয়কর মেটাতে উৎসাহিত করছে। যে সমস্ত করদাতারা এখনও পর্যন্ত ২০২১-২২ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিল করেননি, তাঁদের শেষ মুহূর্তের ভিড় এড়াতে দ্রুত আয়কর রিটার্ন দাখিল করার অনুরোধ করা হয়েছে।
আয়কর বিভাগের পক্ষ থেকে TDS এবং ট্যাক্স পেমেন্টের সঠিক তথ্য যাচাই করতে এবং ITR-এর সব তথ্য দেওয়ার জন্যেই পোর্টালের মাধ্যমে করদাতাদের ২৬এএস ফর্ম এবং বার্ষিক তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া, কর জমা দেওয়ার আগে ব্যাঙ্কের পাসবুক, ঋণ ও বাৎসরিক সুদের পরিমাণ, ফর্ম ১৬ সংক্রান্ত যাবতীয় তথ্য, মিউচুয়াল ফান্ডে অর্থের আদানপ্রদানের হিসেবও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানিয়েছে আয়কর দফতর।
আয়কর বিভাগ জানিয়েছে, ইতিমধ্যেই ২.৬৯ কোটি রিটার্ন ই-ভেরিফাই করা হয়েছে। যার মধ্যে ২.২৮ কোটিরও বেশি আধার-ভিত্তিক(Aadhaar) ওটিপির(OTP) মাধ্যমেই হয়েছে।
আরও পড়ুন- Reliance JioMart: পণ্যের দামে জিও মার্টের অস্বাভাবিক ছাড় ভয় ধরাচ্ছে দেশের বিভিন্ন বিক্রেতাদের
করদাতাদের টাকা ফেরতের জন্য নির্বাচিত ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই তাঁদের প্যান নম্বর সংযুক্তির কথা বলা হয়েছে। ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত আর্থিক বছরের জন্য ITR ফাইল করার চূড়ান্ত সময়সীমা এই ৩১ ডিসেম্বর।