বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দেশে কমল দৈনিক সংক্রমণ । শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা(Corona) আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১০৬ জন । কমেছে মৃতের(Death Cases) সংখ্যাও । এদিন, মৃত্যু হয়েছে ৪৫৯ জনের ।
দেশে বর্তমানে সক্রিয়(Active) করোনা রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২০ জন । এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার ৬২৩ । মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৮২ জনের ।
আরও পড়ুন, CoWIN App: কো-উইন অ্যাপের প্রযুক্তি নিতে 'মউ' স্বাক্ষর করবে বারোটি দেশ!
স্বস্তি দিচ্ছে সুস্থতার হার । স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭৮৯ জন । দেশে এখনও পর্যন্ত কোভিড(Covid) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩৮ লাখ ৯৭ হাজার ৯২১ জন ।