বৃহস্পতিবার, ২২ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ দফার ভোটগ্রহণ। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এবং উত্তর দিনাজপুর জেলার মোট ৪৩ আসনে ভোট গ্রহণ করা হবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী ৪২.৫৮ শতাংশ ভোট পেয়ে মোট ২৪ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, ৪০.৮৫ শতাংশ ভোট পেয়ে ১৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এই দফায় হেভিওয়েট প্রার্থীর সংখ্যা অন্য দফাগুলির তুলনায় কম। তবে কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে লড়াই বিজেপির মুকুল রায়ের। হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সম্মুখসমরে বিজেপির রাহুল সিনহা। ব্যারাকপুর আসনে ভাগ্যপরীক্ষা তৃণমূলের রাজ চক্রবর্তীর।