বিনয়-বাদল-দীনেশ-এর রাইটার্স অভিযান এবার দেখা যাবে বড় পর্দায় । এই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে কান সিং সোধা প্রযোজিত '৮/১২'(8/12) ছবিটি । বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার মুক্তি পাচ্ছে ৮ ডিসেম্বর ।
সদ্য মুক্তি পেয়েছে এই ছবির টিজার । টিজারের একটি ঝলকে ফুটে উঠেছে পরাধীন ভারতের এক টুকরো চিত্র । ১৯৩০ সালে ৮ ডিসেম্বর রাইটার্স বিল্ডিংস-এ অত্যাচারী সিম্পসনকে হত্যা করেছিল ভারতের বীর সন্তান বিনয় বসু(Benoy Basu), বাদল গুপ্ত(Badal Gupta) ও দীনেশ গুপ্ত(Dinesh Gupta) । ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে এই ছবিতে ।
আরও পড়ুন, Vicky-Katrina wedding update : ভিকি-ক্যাটের বিয়েতে অভিনেত্রীর 'বেস্ট ম্যান' হবেন ভাই সেবাস্টিয়েন
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন কীঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায় ও সুমন বসু । এছাড়াও ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথ প্রমুখ । ছবির পরিচালনা করেছেন অরুণ রায় ।