‘ফ্লাওয়ার নয়, ফায়ার’, এই কথা আর আলাদা বলার অপেক্ষা রাখে না পুষ্পার ক্ষেত্রে। একই দিনে গ্রেফতার থেকে জামিন- পুষ্পা-২ মুক্তির পর আল্লুকে এই দিনও দেখতে হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা কার্যত শাপে বর হয়েছে পুষ্পার ক্ষেত্রে। বিশ্বজুড়ে এই ছবির দাপটে একের পর এক রেকর্ড ভাঙছে বক্স অফিসে।
মুক্তির ১১ দিনের মাথায় শুধুমাত্র ভারতে এই ছবির বক্স অফিস কালেকশন হয়েছে ৯০০ কোটি টাকা। বিশ্বের মানচিত্রে পুষ্পা-২ এর বক্স অফিস কালেকশন ১৪১৪ কোটি টাকা। মাঝে আল্লুর গ্রেফতারির পর ছবি নিয়ে হিড়িক আরও হুহু করে বাড়তে থাকে।
আল্লুর নাটকীয় গ্রেফতারি যেন সিনেমাকেও হার মানায়। 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় শুক্রবারই এই দক্ষিণী সুপারস্টারকে গ্রেফতার করে চিকাডপল্লী থানা। এরপর আল্লু অর্জুনকে আদালতে তোলা হয়। হায়দরাবাদের নিম্ন আদালত এই মামলায় সুপারস্টারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। নিম্নআদালতের নির্দেশের পর শুক্রবারই আল্লুর জামিনের আবেদন করা হয় তেলেঙ্গানা হাইকোর্টে। এরপর বিকেলের মধ্যেই উচ্চ আদালতের নির্দেশে ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। সিনেবোদ্ধাদের মতে, করোনার পর এটিই সর্বাধিক আয় করা ভারতীয় চলচ্চিত্র।
উল্লেখ্য, ৫ ডিসেম্বর মুক্তি পায় ‘পুষ্পা-২, দ্য রুল’ । দর্শকদের প্রায় ৩ বছর অপেক্ষা করতে হয়েছে এই ছবির মুক্তির জন্য। মুক্তির আগে, ছবির প্রিমিয়ারেই বাঁধ ভেঙেছিল দর্শকদের উপস্থিতি। ‘পুষ্পা’কে স্বচক্ষে দেখতে সন্ধ্যা থিয়েটারে ছিল না তিল ধারণের জায়গা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। আর এর জেরে আল্লু জেলে যেতেই, সিনেমার বক্সঅফিসের পালে আরও হাওয়া লাগে।