ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা(coronavirus) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৮৫৩ জন রাজ্যবাসী। একদিনে করোনার বলি ১৫ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। দৈনিক সংক্রমণের নিরিখে এদিন প্রথমেই কলকাতা।
কলেজে খুলছে কিন্তু কলেজ গিয়ে ক্লাস করবেন কোন পড়ুয়ারা, দেখে নিন এক নজরে
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,০০, ৭৩২। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,২৬৭ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮০৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৭৩, ৫২০।