মালদার বিজেপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এবার বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৮। ধৃত নিতাই মণ্ডল বিজেপির মণ্ডল সভাপতি ও মালদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। ১৮ এপ্রিল ভোটের প্রচার চলাকালীন পুরাতন মালদার সাহাপুর এলাকায় বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনায় বিজেপির পঞ্চায়েত প্রধানের ভাইপো-সহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের জেরা করে গতকাল রাতে বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতার করা হয়।এনিয়ে গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।