'নো প্যানিক, ওনলি টনিক' । আজকাল অভিনেতা দেবের(Dev) মুখে শোনা যাচ্ছে এই একটা বাক্য । আসলে, এটা দেবের পরবর্তী ছবি 'টনিক'(Tonic)-এর সংলাপ । যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে । কথা মতো, ২৪ নভেম্বর বুধবার এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে । ছবিটি মুক্তি পাচ্ছে ২৪ ডিসেম্বর ।
ছোট, বড় সকলের ইচ্ছেপূরণের গল্প নিয়ে আসছে 'টনিক' । ছবির ট্রেলার জুড়ে নজর কেড়েছে দেব-পরাণ রসায়ন । ৮০ বছরের জলধর সেনের চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় । বিবাহবার্ষিকী উদযাপন করতে স্ত্রীকে নিয়ে পাহাড়ে পারি দিয়েছেন তিনি । একরাশ ইচ্ছেপূরণের স্বপ্ন তাঁর চোখে । আর তাঁর এই ইচ্ছেপূরণের 'টনিক' হল দেব । কারণ শীত-গ্রীষ্ম-বর্ষা টনিকই ভরসা ।
আরও পড়ুন, 'Abar Bochhor Koori Pore' teaser out : বন্ধুত্বের গল্প বলবে 'আবার বছর কুড়ি পরে', দেখুন ছবির টিজার
প্রযোজক অতনু রায়চৌধুরী ও দেবের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে 'টনিক' । ছবিতে দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিনয় করছেন শকুন্তলা বড়ুয়া, সুজন মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু প্রমুখ ।
দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে দেবের 'গোলন্দাজ' । মুক্তির পরপরই বক্সঅফিসে বিশাল সাড়া ফেলে দেয় ছবিটি । এবার আর বড়দিনে ছোট-বড় সবার টনিক হয়ে বড় পর্দায় আসছে দেব । ২৪ ডিসেম্বর ছবির মুক্তি । সেক্ষেত্রে ২৫ ডিসেম্বর জন্মদিনের আগেই পাল্টা উপহার দিতে চলেছেন দেব ।