ভালো আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার(Priyanka Sarkar) । তাঁর পায়ের অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা । তাঁর পায়ে প্লেট বসানো হয়েছে । আপাতত, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী ।
কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন প্রিয়াঙ্কা ? শনিবার চিকিৎসকরা জানিয়েছেন, আরও দু'দিন হাসপাতালে থাকতে হবে টলিউড তারকাকে ।
আরও পড়ুন, Priyanka Sarkar Injured : শুটিং চলাকালীন বাইক চালকের ধাক্কা, আহত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার
শুক্রবার রাতে একটি ওয়েব সিরিজের অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল রাজারহাটের আউল মোড়ে । অভিযোগ, সেইসময় শুটিংয়ের সেটে কর্ডন ভেঙে এক মত্ত বাইকচালক ঢুকে পড়ে । বাইকের ধাক্কায় গুরুতর আহত হন প্রিয়াঙ্কা সরকার ও অর্জুন চক্রবর্তী(Arjun Chakraborty) । অর্জুনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । কিন্তু, শুক্রবার রাতেই প্রিয়াঙ্কাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই শনিবার বিকেলে পায়ে অস্ত্রোপচার হয় অভিনেত্রীর ।