রহস্যে মোড়া, টানটান উত্তেজনা নিয়ে আসছে শুভশ্রীর পরবর্তী থ্রিলার ছবি 'ডা: বক্সী' । ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে । সম্প্রতি সামনে এল ছবির মোশন পোস্টারের ফার্স্ট লুক । ইনস্টাগ্রামের ছবির ফার্স্ট লুক শেয়ার করছেন শুভশ্রী ।
মৃণালিনীর চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী । গল্পে একটি হোটেলে নববর্ষের অনুষ্ঠানে গিয়ে খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে সে । শুভশ্রীর পোস্টেও তার ইঙ্গিত রয়েছে । পোস্টারে শুভশ্রীর হাতে রয়েছে রক্তমাখা ছুড়ি । কপালে ক্ষতের চিহ্ণ । চোখেমুখে ভয় । ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "শহরের অলিতেগলিতে প্রতিনিয়ত কত ক্রাইম ঘটে যায়, কখনও ভেবে দেখেছেন কি আপনি না চাইলেও সেই ক্রাইমের শিকার হয়ে যেতে পারেন ?" ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে, টানটান উত্তেজনা ও রহস্যে মোড়া থাকবে এই থ্রিলার ।
সব রহস্যের সমাধান করবেন ডাঃ বক্সী । এই চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় । এছাড়াও রয়েছেন, বনি সেনগুপ্ত, মাহি কর, সৌম্যজিৎ মজুমদার, রাহুল রায় । পরিচালক সপ্তাশ্ব বসু । ২০২২-এ মুক্তি পেতে পারে সিনেমাটি ।