কংগ্রেস তথা সংযুক্ত মোর্চার নজিরবিহীন নির্বাচনী বিপর্যয়ের জন্য তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দয়োপাধ্যায়ের সাম্প্রদায়িক প্রচারকে দায়ি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷ বহরমপুরের সাংসদ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ, মালদহে এসে একটানা সাম্প্রদায়িক প্রচার করে গিয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বোঝানো হয়েছে, নরেন্দ্র মোদী মুসলিমদের মারবে, তাই বিজেপিকে আটকাতে কেবল তৃণমূলকেই ভোট দিতে হবে।" অধীরের দাবি, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনায় চারজন সংখ্যালঘু মানুষের মৃত্যুর পর এই বিভাজন আরও তীব্র হয়ে ওঠে। তাঁরা এর মোকাবিলা করতে পারেননি।