জেলের বাইরে বেরিয়ে এলেন বলিউডের বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan) । মাদক মামলায় প্রায় একমাস পর মিলল মুক্তি ।
কিন্তু শনিবার সকাল থেকে মুম্বইয়ের আর্থার রোড জেলের বাইরে যা হল, তা রূপোলী পর্দার চেয়ে কম কিছু নয়। পুলিশ এবং সংবাদমাধ্যমের উপচে পড়া ভিড়। সকাল আটটায় মন্নত থেকে বেরল কনভয় । আর্থার রোড জেলের বাইরে দীর্ঘক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল কনভয়। বাদশার দেহরক্ষীরা দাঁড়িয়ে রইলেন জেল গেটের বাইরে। আরিয়ান এলেই তাঁর সঙ্গে যাওয়ার জন্য। অবশেষে আরিয়ান বেরলেন। তবে এই দীর্ঘ অপেক্ষায় একবারও দেখা মেলেনি শাহরুখের (Shahrukh Khan) ।
জেল থেকে আরিয়ান বেরোতেই তাঁকে নিয়ে গাড়িতে ওঠেন শাহরুখের বডিগার্ডরা (Bodyguard) । প্রায় একমাস কারাযাপনের পর মন্নতের উদ্দেশে রওনা দেন তাঁরা।
বৃহস্পতিবার, মুম্বই ক্রুজ মাদক মামলায় আরিয়ানের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট (Bombay High Court) । কিন্তু, শুক্রবার পদ্ধতিগত জটিলতার কারণে আরও এক রাত জেলেই কাটাতে হয় আরিয়ানকে ।
বৃহস্পতিবার আদালত আরিয়ান খানের জামিন মঞ্জুর করলেও শুক্রবার প্রায় দুপুরের পর জামিনের শর্তগুলি প্রকাশ করে বম্বে হাইকোর্ট । কিন্তু, এই নির্দেশ মুম্বইয়ের বিশেষ আদালত হয়ে আর্থার জেলে পৌঁছাতে সাড়ে পাঁচটা বেজে যায় । সেক্ষেত্রে শুক্রবার রাতটা জেলেই কাটাতে হয় আরিয়ানকে । তবে শনিবার ভোর সাড়ে পাঁচটাতেই জেলের বাইরে বেল বক্স খুলে দেওয়া হয় । খামে ভরা নির্দেশ জেলের ভিতর নিয়ে যায় জেল কর্মীরা । এর কিছুক্ষণ পরেই জেল থেকে বেরিয়ে আসেন আরিয়ান ।