পরের মরশুমে কে হবেন অধিনায়ক! রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) আর নেতৃত্ব দেবেন না বিরাট কোহলি (Virat Kohli)। প্রাক্তন দলকে পরামর্শ দিলেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেন (Dale Steyn)।
আইপিএলের (IPL) প্রথম মরশুমে আরসিবির সঙ্গে ছিলেন। পরে দল বদলালেও অবসরের আগে ফিরে আসেন আরসিবিতে। বিরাটের নেতৃত্বেও খেলেছেন। ডেল স্টেন বলেন, "যদি লম্বা সময়ের জন্য ভাবে, তবে নিজস্ব গণ্ডির মধ্যেই ভাবতে হবে বেঙ্গালুরুকে। আরসিবির এক প্রাক্তন ক্রিকেটারের নাম মাথায় আছে। লোকেশ রাহুল। পরের বছর নিলামে বেঙ্গালুরু হয়তো ওকেই তুলবে।"
বর্তমানে পঞ্জাব কিংসের অধিনায়ক রাহুল। ২০১৬ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলে গিয়েছেন তিনি। তখন বিরাটের সঙ্গে ওপেন করতেন। টপ অর্ডারে রেকর্ডও ভালো রাহুলের। কিন্তু চোটের জন্য ২০১৭ আইপিএল থেকে ছিটকে যান। পরের বছর তাঁকে রিলিজ করে দেয় আরসিবি। নিলামে ১১ কোটি টাকায় পাঞ্জাবে আসেন রাহুল। অশ্বিনের পর এখন টিমের অধিনায়ক তিনিই।
আগামী মরশুমে আইপিএলের মেগা অকশন। যোগ দেবে দুটো নতুন টিম। মাত্র দুজন ক্রিকেটার ধরে রাখতে পারবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি। স্টেন মনে করছেন, এই নিলামে রাহুলকে ফের টিমে নিতে পারে আরসিবি। বিরাট না থাকলেও টিমে আছেন এবি ডিভিলিয়ার্স। তিনিও ভালো অধিনায়ক। তবে টিমের ভবিষ্যতের জন্য ডিভিলিয়ার্স সঠিক সিদ্ধান্ত নন। স্টেন বলেন, "এবি নিঃসন্দেহে দারুণ ক্রিকেটার। দারুণ অধিনায়কও। কিন্তু ওর বয়স হয়েছে। কেরিয়ারের শেষ লগ্নে আছেন।"