কো-ভ্যাকসিন নিয়ে হু-এর সম্মতির পর আমেরিকা ভারতীয় ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া ভ্রমণকারীদের ৮ নভেম্বর থেকে নিজেদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে।
কো-ভ্যাকসিনের জন্য অনুমোদিত ভ্রমণ তালিকা আপডেট করার বিষয়ে ANI এর সঙ্গে কথা বলার সময় CDC-এর প্রেস অফিসার স্কট পাওলি বলেন, "CDC-এর ভ্রমণ নির্দেশিকা FDA অনুমোদিত এবং হু-এর জরুরি ব্যবহারের তালিকা ভ্যাকসিনগুলির ক্ষেত্রে প্রযোজ্য। সেই তালিকাগুলির মধ্যে যেকোনো একটিতে যুক্ত করা যেতে পারে এমন নতুন ভ্যাকসিন গুলিকে অন্তর্ভুক্ত করা হবে সময়ের সাথে সাথে।"
আমেরিকার নতুন ভ্রমণ নির্দেশিকা জারি করার আগে এক সপ্তাহেরও কম সময় এসেছে শেষ মুহূর্তের এই নির্দেশ। নির্দেশে পরিষ্কারভাবে সম্মতি জানানো হয়েছে আমেরিকায় আসা সেই সমস্ত বিদেশি ভ্রমণকারীদের জন্য, যাঁরা হু নির্দেশিত ভ্যাকসিন টিকা নিয়েছেন।
বৃহস্পতিবার আমেরিকার রোগমুক্তি কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভারতের ভারত বায়োটেক তৈরি কো-ভ্যাকসিনকে হু স্বীকৃতি দিয়েছে।
আমেরিকার নতুন ভ্রমণবিধি অনুযায়ী ফাইজার বায়োটেক, জনসন অ্যান্ড জনসন, মোডের্না, অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা, কোভিশিল্ড, সিনোফার্ম, সিনোভ্যাকের দুটি ডোজ নেওয়া ব্যক্তিদেরও আমেরিকায় প্রবেশের অনুমতি মিলবে।