সপ্তম দফার নির্বাচনে তারকা প্রার্থী খুব বেশি নেই। কিন্তু তার মধ্যেই আসানসোল দক্ষিণ কেন্দ্রে একেবারে তারায় তারায় টক্কর। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে পিছিয়ে থাকা এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষকে। বিজেপির টিকিটে লড়ছেন ফ্যাশন ডিজাইনারের পরিচয় থেকে বেরিয়ে মহিলা মোর্চার নেত্রী হয়ে ওঠা অগ্নিমিত্রা পাল। সায়নী প্রচারে কোনও ফাঁক রাখেননি। কিন্তু ২০১৯ সালের নির্বাচনে এই আসনে ৫৩,৮২০ ভোটের বিপুল ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি। সেই ঘাটতি মেটানোই চ্যালেঞ্জ অভিনেত্রীর।