সুখ-দুঃখ, হাসি-কান্না- জীবনে সব অনুভূতিই আসে। সবই আসে নিয়ম মেনে। কিন্তু একই সঙ্গে দুটো চরম অনুভূতি এলে কি হয়! সাক্ষী থাকলেন প্রিয়াঙ্কা ঘোডুই। ধ্বংসস্তূপে দুই বছরের কন্যাসন্তানের মৃত্যুর দিনই জন্ম দিলেন আরও এক কন্যাসন্তানের।
ভারী বৃষ্টিতে ১০ নম্বর আহিরীটোলা স্ট্রিটে বুধবার সকালে একটি বাড়ি ভেঙে পড়ে। ঘড়়ুই পরিবারের চার সদস্য থাকতেন বাড়িতে। বাড়ি ভেঙে পড়ে মারা যান সুশান্ত ও সৃজিতার দুই বছরের মেয়ে সৃজিতা। মৃত্যু হয় বৃদ্ধা চম্পা গড়াইয়ের। প্রিয়াঙ্কা অন্তঃসত্ত্বা ছিলেন। উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হলে আরও এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
বড় মেয়ের মৃত্যুর দিনেই কোল আলো করে এল আরও এক মেয়ে। সুখ-দুঃখ, হাসি-কান্না- ধ্বংসস্তূপের আর্তনাদে সব কিছু যেন তালগোল পাকিয়ে গেছে প্রিয়াঙ্কার। হাসপাতাল সূত্রে খবর, প্রিয়াঙ্কা ও তাঁর সদ্যজাত কন্যাসন্তানের অবস্থা এখন স্থিতিশীল।