আগামী ২৫ নভেম্বর আগরতলায় পুরভোট(Agartala Corporation Election)। আর ঠিক তার ন'দিন আগেই তৃণমূল কংগ্রেসের(TMC) তরফে প্রকাশ করা হল নির্বাচনী ইস্তেহার(Election Manifesto)। যার পোশাকি নাম 'আগরতলার জন্য নবরত্ন'।
নাম থেকেই স্পষ্ট হয়েছে এই ইস্তেহারে আগরতলা পুরনিগমের ভোটে তৃণমূলের ন'দফা কর্মসূচি লিপিবদ্ধ হয়েছে। তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠকে সুখেন্দুশেখর রায়(Sukhendu Sekhar Ray) এই ইস্তেহার পড়ে শোনান।
তৃণমূলের(TMC) ন’দফা কর্মসূচির প্রথমেই রয়েছে, নাগরিক পরিকাঠামোর কথা। ‘উন্নত নগর, উন্নত সমাজ’ শীর্ষক এই প্রথম ‘রত্ন’ আদতে পাঁচটি প্রতিশ্রুতি— খানাখন্দহীন আগরতলা, শহরের ৪'টি প্রধান জায়গায় বিনামূল্যে ওয়াই-ফাই, পরিষ্কার এবং সহজলভ্য বায়ো টয়লেটের মতো একাধিক জনমুখী কর্মসূচির কথা বলা হয়েছে।
এরপর রয়েছে নাগরিক সুরক্ষার উন্নয়নের কথা। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগরতলায় পথবাতির সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। এছাড়া, আগরতলায় ৭০০'টি সিসিটিভি ক্যামেরার নজরদারিসহ বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
আগরতলা পুরভোটে তৃণমূলের তৃতীয় প্রতিশ্রুতি, পরিচ্ছন্ন আগরতলা(Clean City Agartala)। তার জন্য বর্জ্য এবং নিকাশি ব্যবস্থার সংস্কারসাধনের কথা বলেছে তৃণমূল।
এরপর যথাক্রমে এসেছে জন-অভিযোগের নিষ্পত্তি, সু্স্বাস্থ্যের আশ্বাস, সম্পত্তি এবং জলের করে ছাড়, ওয়াটার এটিএম তৈরি করে বিনামূল্যে পরিশ্রুত জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা, হকারদের জন্য শংসাপত্র ও পুনর্বাসনের প্রতিশ্রুতি এবং পুরকর্মীদের জন্য সুস্থ পরিবেশের আশ্বাস।