ক্রিকেট ইতিহাসে ৪১ বছরের রেকর্ড ভাঙলেন আজাজ প্যাটেল (Ajaz Patel)। ওয়াংখেড়ে টেস্টে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০ উইকেট তুলে নেন তিনি। দ্বিতীয় ইনিংসে পেলেন আরও চারটি উইকেট। ইয়ান বোথামের (Ian Botham) রেকর্ড ভাঙলেন আজাজ।
কিউয়ি বোলার আজাজ প্যাটেল ২২৪ রান দিয়ে দুই ইনিংসে মোট ১৪টি উইকেট তুলে নেন। ভারতের বিরুদ্ধে সর্বাধিক উইকেট ছিল ইংরেজ বোলার ইয়ান বোথামের। ১৯৮০ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ১৩টি উইকেট পান বোথাম।
নিউজিল্যান্ডের কিংবদন্তী বোলার রিচার্ড হ্যাডলির (Richard Hadlee) রেকর্ডকে অল্পের জন্য ছুঁতে পারলেন না আজাজ প্যাটেল। এখনও পর্যন্ত দুই ইনিংসে ১৫ উইকেট নিয়ে সর্বাধিক রেকর্ডের মালিক হ্যাডলি।