বুধবার ব্রিসবেন টেস্টের শেষ দিনে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ড্র হওয়ার পরে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে এসে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া যাওয়ার কোনও ইচ্ছাই ছিল না অশ্বিনের। সেই মনোভাব সিরিজ শুরুর আগেই রোহিতকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন।
টেস্ট ড্র হলেও নাটকীয় উত্থানপতনের সাক্ষী থাকল ব্রিসবেন। মাত্র ৮৯ রানে অস্ট্রেলিয়ার ইনিংস ডিক্লেয়ার থেকে শুরু করে অশ্বিনের অবসর ঘোষণা- ক্রিকেট অনুরাগীদের জন্য একের পর এক মনে রাখার মতো মুহূর্ত!অশ্বিনের এই সিদ্ধান্তের নেপথ্যে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের ভূমিকার কথাও উঠে আসছে ওয়াকিবহলমহলের নানা আলোচনায়।
গৌতম গম্ভীর ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত অশ্বিনের সতীর্থ ছিলেন। প্রাক্তন সতীর্থের অবসরের সিদ্ধান্তের পর গম্ভীর নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "তোমাকে একজন তরুণ বোলার থেকে আধুনিক ক্রিকেটের কিংবদন্তীতে পরিণত হতে দেখার অভিজ্ঞতার কোনও তুলনাই হয় না। এবং, এই অনুভূতিটা এমনই, যা কিছুতেই আমি কাউকে বোঝাতে পারব না! আমি নিশ্চিত যে, তোমাকে দেখেই বোলার হওয়ার সিদ্ধান্ত নেবে আগামী প্রজন্মের বহু নতুন প্রতিভা! আমরা তোমায় খুব মিস করব ভাই!" জানা গিয়েছে, অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে গম্ভীরের সঙ্গে আলোচনা করেছিলেন ৩৮ বছর বয়সী কিংবদন্তি ভারতীয় অফস্পিনার।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সিরিজে শুধু অ্যাডিলেডে খেলেছেন অশ্বিন। তাঁর অবসরের পরে প্রকাশ্যে এসেছে নতুন তথ্য। জানা গিয়েছে, নিউজিল্যান্ড সিরিজের পরেই অশ্বিনের মাথায় অবসরের ভাবনা ঘুরছিল। ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত দেশের মাটিতে টেস্ট সিরিজে অপরাজিত ভারত ধরাশায়ী হয় কিউয়িদের কাছে।
জানা গিয়েছে, ওই সিরিজের পরেই অশ্বিন টিম ম্যানেজমেন্টকে সাফ জানিয়ে দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার প্রথম একাদশে তাঁর জায়গা নিশ্চিত না থাকলে তিনি যেতে চান না। যদি তাঁকে দলে না নেওয়া হয় তা হলে তিনি তখনই অবসর নেবেন। রোহিতকে অশ্বিন বলেছিলেন, “যদি সিরিজে আমার কোনও প্রয়োজন না থেকে থাকে, তা হলে এখনই খেলাকে বিদায় জানাতে আমি তৈরি।”
বিরাট কোহলির পাশে বসে অশ্বিনের কান্নার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবসরের দিনে নিজের কয়েক জন সতীর্থের নাম নিয়েছেন অশ্বিন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাফল্যের জন্য তাঁদের ধন্যবাদও দেন ভারতীয় স্পিনার। অশ্বিন বলেন, "আমরা সকলে মিলে প্রচুর আনন্দ করেছি। আমার এই কেরিয়ারে সঙ্গী হিসাবে বিরাট, রোহিত, রাহানে, পুজারাদের পেয়েছি। ওরা ব্যাটসম্যানের চারপাশে দাঁড়িয়ে আমার বলে ক্যাচ ধরে আমার কাজটা সহজ করে দিয়েছে"। ভারতীয় ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ দিয়েছেন অশ্বিন।
উল্লেখ্য, খেলা শেষের পর দুটি দলই ড্রেসিংরুমে চলে যাওয়ার পর দেখা যায়, অশ্বিনের পাশে পাশে বসে আছেন কোহলি। অশ্বিন তাঁকে কিছু একটা বলছেন। বলার সময়, তাঁর চোখে জল। অশ্বিনের কথা শুনতে শুনতে তাঁকে জড়িয়ে ধরলেন বিরাট। টেস্ট শেষের পরে ড্রেসিংরুমে এভাবেই তৈরি হল এক মনে রাখার মতো আবেগঘন মুহূর্ত। পুরোটা সময় জুড়ে অশ্বিনের কাঁধে নিজের হাতটা রেখে দিয়েছিলেন বিরাট। তারপর তিনি উঠে যান সেখান থেকে।
তারপরই সেখানে এসে বসেন কোচ গৌতম গম্ভীর। কথা বলতে শুরু করেন অশ্বিনের সঙ্গে। কী কথা হয়েছিল এই দুজনের মধ্যে? তা নিয়ে জল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, অবসরের সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়ায় প্রাক্তন সতীর্থকে সান্ত্বনাই দিচ্ছিলেন গৌতম গম্ভীর।