হাইব্রিড মডেলেই হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৪-২০২৭ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট এভাবেই হবে। বৃহস্পতিবার এই কথা জানাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আগামী বছর, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। ভারত নিরপেক্ষ ভেনুতে নিজেদের ম্যাচগুলি খেলবে। প্রথম থেকেই পাকিস্তানে যাওয়া নিয়ে আপত্তি ছিল বিসিসিআইয়ের। তাতে সিলমোহর দিল আইসিসি।
২০২৫-এ মেয়েদের বিশ্বকাপ আয়োজন করবে টিম ইন্ডিয়া। ২০২৬ T20 বিশ্বকাপ আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। আইসিসি এর পাশাপাশি ঘোষণা করেছে, ২০২৮ সালে মেয়েদের T20 বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান। ওই বিশ্বকাপেও নিরপেক্ষ ভেন্যু থাকবে বলে জানিয়েছে আইসিসি। ২০২৯-২০৩১ সাল পর্যন্ত একটি আইসিসি মেয়েদের ইভেন্ট আয়োজনের দায়িত্ব পাবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আইসিসির বৈঠকে কী কী সিদ্ধান্ত
আগামী বছর পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ভারতীয় দল সব ম্যাচ নিরপেক্ষ ভেন্য়ুতেই খেলবে। কোন দেশে খেলবে, তা এখনও সিদ্ধান্ত নেয়নি আইসিসি।
২০১৭ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। আগামী বছর সেই খেতাব ধরে রাখতে নামবেন বাবর আজমরা।
এবার পাকিস্তানে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা।