অক্ষয় কুমার ও ক্যাটরিনা কইফ অভিনীত সূর্যবংশী রীতিমতো ঝড় তুলছে বক্স অফিসে । দীপাবলিতেই মুক্তি পেয়েছে সিনেমাটি । বক্স অফিস ইন্ডিয়া অনলাইনে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী ছবিটি প্রথম দুই দিনে সারা দেশে ৫০ কোটির ব্যবসা করেছে এবং প্রথম সপ্তাহান্তে সব মিলিয়ে 77 কোটির ব্যবসার লক্ষ্যে রয়েছে সূর্যবংশী । সব ঠিক থাকলে খুব তাড়াতাড়িই ১০০ কোটির গণ্ডি ছুঁতে চলেছে এই সিনেমা ।
আন্তর্জাতিক ক্ষেত্রেও ভালো ব্যবসা করছে সূর্যবংশী' । ব্যবসা-বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, ছবিটি মুক্তির প্রথম তিনদিনের মধ্যে দুইদিনে বিদেশের বাজারে মোট ১৬.৬৮ কোটি টাকা ব্যবসা করেছে ।
বিশ্বজুড়ে ৬৬টা দেশে মোট ১৩০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে সূর্যবংশী । রোহিত শেট্টির কপ ইউনিভার্সের চতুর্থ ছবি হল সূর্যবংশী । অক্ষয় কুমার একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন । এছাড়া ছবিতে রয়েছেন ক্যাটরিনা কইফ, অজয় দেবগনের এবং রণবীর সিং ।