মঙ্গলবার রাজ্যে শুরু হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। এরপর ধাপে ধাপে শুরু হবে নিচু শ্রেণির ক্লাসগুলো। করোনা পরিস্থিতির দিকে নজর রেখে খোলা হতে পারে গোটা স্কুল। এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ব্রাত্য বসু বলেন, "শিক্ষাক্রম বা পাঠ্যক্রম সেগুলো নজরে থাকবেই। কিন্তু জীবনের মূল স্রোতে ছাত্রছাত্রীদের ফেরানো এটা আমাদের প্রাথমিক অভিপ্রায়। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস খোলা হয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে নিচু ক্লাসগুলোর খোলা নিয়ে সিদ্ধান্ত নেব। আমাদের ইচ্ছে, পুরো স্কুল খুলে দেওয়ার। "
মঙ্গলবার স্কুলে পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাসও শুরু হচ্ছে। ছাত্রছাত্রীদের জীবনের মূল স্রোতে ফেরাতে খুব তাড়াতাড়ি গোটা স্কুল খুলে দিতে চাইছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যে করোনা পরিস্থিতি না বাড়লেই ধাপে ধাপে এই সিদ্ধান্ত নেবে রাজ্য।