তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর দাবি, অবিলম্বে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকুক কেন্দ্রীয় সরকার। অতিমারী আবহে বৈঠক হোক ভার্চুয়ালি। অমিত মিত্রের অভিযোগ, প্রতি তিন-চার মাস অন্তর জিএসটি কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। দীর্ঘদিন তা বন্ধ রয়েছে।