আজ উত্তরবঙ্গ সফরে অমিত শাহ। সকালে বাগডোগরায় নেমে দার্জিলেঙে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর তাঁর সভা রয়েছে নাগরাকাটা ও ইসলামপুরে। বিকেলে কলকাতায় ফিরবেন তিনি। বিধানননগরে দলী. প্রার্থীর সমর্থনে সমাবেশ করবেন অমিত শাহ। বিধানননগরের সমাবেশ সেরেই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।অমিত শাহের পাশাপাশি আজ রাজ্যে প্রচারে ঝড় তুলতে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নদিয়ার করিমপুরে জনসভা করবেন রাজনাথ। এরপর তাঁর সভা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। মধ্যমগ্রাম ও স্বরূপনগরে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করববেন রাজনাথ সিং