দিদির উস্কানির জন্যেই শীতলকুচির ঘটনা ঘটেছে। দিদির উস্কানিতেই কেন্দ্রীয় বাহিনীর বন্দুক কেড়ে নেওয়ার জন্য উস্কেছে। ধূপগুড়ির সভা থেকে তোপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অমিত শাহ এদিন বলেন, দিদিই বারবার বলেছে তোমরা সিআরপিএফকে ঘিরে নেবে,অস্ত্র কেড়ে নেবে, এই কথা শুনতে গিয়ে চার যুবকের মৃত্যু হল। দিদি না উস্কালে চার যুবকের মৃত্যু হতো না।অথচ রাজবংশী যুবকের মৃত্যু নিয়ে দিদি কোনও কথাই বলছেন না, কটাক্ষ অমিত শাহের