একদিকে ভোটমুখী বাংলা অন্যদিকে দেশব্যাপী করোনা পরিস্থিতি। শনিবার মোট তিনটি সভা থাকলেও দুটি সভা না করেই দিল্লি ফিরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এদিন তাঁর সূচিতে তিনটি সভা করার কথা ছিল। সেই মতো তিনি হরিরামপুরের সভা করেন। হরিরামপুরের সভা থেকে অমিত শাহ বলেন, এবারের ভোটে ২০০ এর বেশি আসন নিয়ে সরকার গড়বে বিজেপি। বহিরাগত বলে আটকে রাখা যাবে না। এরপর মালদহের গাজোল আর দুর্গাপুরের সভা না করেই জরুরি তলবে দিল্লি রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী