সবুজ ঝড়ে তছনছ গেরুয়া শিবির। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফের সরকার গড়তে চলেছে তৃণমূল। বাংলার রায়কে সম্মান জানিয়ে টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিজেপির প্রতি সমর্থনের জন্য বাংলার মানুষকে ধন্যবাদও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, বিজেপি শক্তিশালী বিরোধী দল রূপে বাংলার মানুষের অধিকার এবং রাজ্যের উন্নয়নের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাবে। শেষে @BJP4Bengalর সকল কার্যকর্তাদের পরিশ্রমের জন্য তাদের অভিনন্দনও জানিয়েছেন অমিত শাহ