আবার খবরের শিরোনামে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। BeyondLife.club নামক এক সংস্থার আয়োজিত নিলামের জন্য তাঁর এনএফটি(NFT) সংগ্রহটি মার্কিন মুদ্রায় ৯ লাখ ৬৬ হাজার টাকা অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭.১৮ কোটি টাকা বিক্রি করেছেন।
এর মধ্যে সবচেয়ে মূল্যবান সংগ্রহটি ছিল 'মধুশালা', যেখানে তাঁর বাবার কিছু কবিতা 'বিগ বি'র(BigB) কন্ঠে শোনা গেছে। মার্কিন মুদ্রায় এটি বিক্রি হয়েছে প্রায় ৭৫৬ হাজার টাকায়, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যার দাম ৫.৫ কোটি টাকা।
প্রথমবার এনএফটি(NFT) সংগ্রহে অংশ নিয়ে সফলতার মুখ দেখে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন বলেছেন, " এই ডিজিটাল দুনিয়ায় এনএফটি অনেক বেশি করে আমার অনুরাগীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার নতুন ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে। এটি আমার প্রথম এনএফটি নিলাম এবং সফল নিলাম। আমার জীবন এবং কর্ম জীবনের সবচেয়ে মূল্যবান এবং ব্যক্তিগত মুহূর্ত গুলির কিছুটা আমার সমর্থকরা যথেষ্ট উৎসাহের সাথে গ্রহণ করেছে। এটি সত্যিই আমার জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। আমার পেশার সঙ্গে জড়িত অন্যান্য লোকদেরও এর মাধ্যমে নতুন যুগের প্রযুক্তির সাথে তাঁদের এবং তাঁদের অনুগামীদের যুক্ত হওয়ার পথ প্রশস্ত করছে।
এই এনএফটি(NFT) কালেকশন ১ নভেম্বর নিলামে উঠবে, যা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এই নিলামে অংশগ্রহণকারী সর্বোচ্চ দর হাঁকা ব্যক্তি অমিতাভ বচ্চনের সঙ্গে একটি সাক্ষাৎকার পর্বের সুযোগ পাবেন।