বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে তিনি মাদক সরবরাহ করেননি। অথবা, কোথা থেকে মাদক মিলবে, তার সন্ধানও দেননি। জিজ্ঞাসাবাদের সময় NCB আধিকারিকদের এমনটাই জানিয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তাঁর উত্তরে সন্তুষ্ট নন তদন্তকারীরা। তাঁকে আগামী সোমবার আবারও তলব করা হয়েছে।
২২ বছর বয়সী অভিনেত্রীকে জেরা করেছেন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। তিনিই এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। আরিয়ান খানের সঙ্গে অনন্যার দু'বছরের হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই তাঁকে তলব করা হয়েছে। এনসিবি সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, অনন্যার চ্যাট থেকে প্রমাণ মিলেছে, তিনি আরিয়ানকে গাঁজা সরবরাহ করতেন। বৃহস্পতিবার অনন্যার মুম্বইয়ের বাড়িতেও তল্লাশি করেছে পুলিশ। তাঁর ল্যাপটপ, মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।