জেরাপর্বের মাঝেও কাজে বিরতি দিচ্ছেন না অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আগামী সোমবার একটি গানের শ্যুটিং করবেন তিনি।
মাদককাণ্ডে এনসিবি তলবের তালিকায় চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)। শুক্রবার, দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের এনসিবি দফতরে জন্য হাজিরা দিয়েছেন অভিনেত্রী। শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের (Aryan Khan) মাদককাণ্ডে যোগের ব্যাপারে তদন্তে তাঁর নাম উঠে আসে।
Ananya Panday: আরিয়ানকে মাদক দেননি, জেরার মুখে দাবি অনন্যার; সোমবার ফের তলব করল NCB
এর মধ্যেই এক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী অনন্যা পাণ্ডে তাঁর আগামী ছবি 'লাইগার'-এর একটি গানের শ্যুটিং সারবেন অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার বিপরীতে। খবর অনুযায়ী, ২৫ অক্টোবর গানের শ্যুটিং করবেন তিনি।