শুক্রবার অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) কারাপ্পা জেলার ছেয়েরু নদীতে হড়পা বানে মৃত্যু হল ৩ জনের। জলের তোড়ে ভেসে গেছেন আরও অন্তত ৩০ জন। কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে(Bay Of Bengal) নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির জন্য অন্ধপ্রদেশ(Andhra Pradesh), তামিলনাড়ু(Tamilnadu) এবং পুদুচেরিতে(Puducherry) বন্যা সর্তকতা জারি হয়েছিল। কেন্দ্রীয় জল কমিশন সতর্ক করেছিল বাঁধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকেও। কিন্তু তারপরেও অন্ধ্রপ্রদেশে এড়ানো গেল না দুর্ঘটনা।
আরও পড়ুন- BJP: কৃষি বিল রদের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর, কী বললেন অমিত শাহ, জেপি নড্ডা, আদিত্যনাথ?
মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির(YS Jagan Mohan Reddy) কারাপ্পা জেলার পেনে নদীর উপনদী ছেয়েরুতে বাঁধ তৈরির কাজ চলছিল। আন্নামায়া সেচ প্রকল্পের(Annamayya Project) সেই বাঁধে বেশকিছু অনিয়মের জেরেই এই দুর্ঘটনা ঘটে বলেই মত বিশেষজ্ঞদের। বাঁধ উপচে নদীর জল বইতে শুরু করে। ডুবে যায় ছেয়েরু নদী সংলগ্ন বিস্তীর্ণ গ্রামাঞ্চল। এমনকি স্বামী আনন্দ মন্দির চত্বরও জলে ডুবে গেছে।