সক্রিয় রাজনীতিতে তাঁরা নেই, বেশ কয়েক দিন, তবু সবসময় শিরোনামে এই যুগল। শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এবার জনপ্রিয় গায়ক অনীক ধরের গানে উঠে এল শোভন-বৈশাখীর প্রেম।
কয়েক ঘণ্টা আগেই ইউটিউবে মুক্তি পেয়েছে অনীকের নতুন গান শোভন- বৈশাখী।
গানের কথায় হীর রঞ্ঝার সঙ্গে তুলনা করা হয়েছে শোভন-বৈশাখীর। প্রেম যেন হয় করোনার চেয়েও ভাইরাল, সব প্রেমিক প্রেমিকাদের এই গান উৎসর্গ করেছেন গায়ক নিজে।