তিনি ক্যামেরার এ পাড়ে থাকলে জেন ওয়াইএর হ্রদয় জুড়ে উথালপাথাল হয়। অথচ রোমান্টিক হিরোর তকমা নিয়ে তোয়াক্কা করেনই না অনির্বাণ ভট্টাচার্য। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙেন গড়েন। ঠিক একই রকম খুঁতখুঁতে ক্যামেরার ওপাড়েও। সদ্য মুক্তি পেল অনির্বাণের পরিচালিত প্রথম ওয়েবসিরিজ মন্দারের ট্রেলার। আর তা নিয়ে হইচই পড়ে গিয়েছে টলি পাড়ায়।
শেক্সপিয়রের ম্যাকবেথের ছায়ায় ওয়েব সিরিজ ‘মন্দার’। কালজয়ী এই রচনা থেকে অনুপ্রাণিত হয়ে এ দেশে হয়েছে মকবুলের মতো ছবি। এবার তা নিয়েই ওয়েব সিরিজ বানালেন অনির্বাণ এবং সিরিজের ট্রেলার মুক্তি পাওয়া মাত্র দারুণ সাড়া পড়েছে। খুন, জখম, প্রতিহিংসা, সবই রয়েছে ছবিতে। সোহিনি সরকার ছাড়াও সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ নিজে।