দীপাবলিতে ব্যোমকেশ(Byomkesh) অনুরাগীদের জন্য সুখবর । নতুন গল্প, নতুন রহস্য নিয়ে ফিরল ব্যোমকেশ । বৃহস্পতিবারই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেল ব্যোমকেশের নতুন সিরিজ । আজ থেকেই ‘চোরাবালি’র কাহিনি দেখা যাচ্ছে হইচই-এ ।
অনির্বাণ ভট্টাচার্যকেই (Anirban Bhattacharya) দেখা যাবে সত্যান্বেষীর ভূমিকায় । এবার চোরাবালির রহস্য সমাধান করবে ব্যোমকেশ । ‘চোরাবালি’র কাহিনিতে শিকারের রোমাঞ্চও পাবেন দর্শকরা ।
Ritwik Ghatak birth anniversary: আজ এক স্পর্ধার জন্মদিন, আজ কিংবদন্তী পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিন
নতুন এই এপিসোডে অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও রয়েছেন ঋদ্ধিমা ঘোষ, সুপ্রভাত দাস, অর্জুন চক্রবর্তী, ঊষসী রায় ও চন্দন সেন । সিজন ৫ থেকে ব্যোমকেশ সিরিজের পরিচালনার দায়িত্ব নিয়েছেন সমীক হালদার ।