দীপাবলিতে ওটিটি প্ল্যাটফর্মে ব্যোমকেশকে চ্যালেঞ্জ জানাতে আসছেন নতুন ডিটেকটিভ ড্যানি ইঙ্ক। এই ওয়েব সিরিজের চিত্রনাট্য নিজেই লিখেছেন অঞ্জন দত্ত। পরিচালনা ও অভিনয়েও আছেন তিনি। সঙ্গে আছেন সুপ্রভাত দাস।
হইচইয়ে অঞ্জন দত্তের শেষ ওয়েবসিরিজ 'মার্ডার ইন দা হিলস'। রহস্য রোমাঞ্চে মোড়া সেই সিরিজ জনপ্রিয় হয়েছিল। এখানে নতুন রহস্য গল্প নিয়ে আসছেন অঞ্জন দত্ত। সিরিজের নাম ডিটেকটিভ ড্যানি ইঙ্ক হলেও রহস্য সমাধান করবেন তাঁর সহকারী সুব্রত। এই সুব্রতের চরিত্রে আছে সুপ্রভাত দাস। বর্তমান সময় অঞ্জনের সব কাজেই দেখা যাচ্ছে তাঁকে। সুপ্রভাতের কথা মাথায় রেখেই সুব্রত চরিত্রটি তৈরি করেছেন পরিচালক অঞ্জন।
এই সিরিজের মূল আকর্ষণ গোয়েন্দার সহকারী সুব্রত শর্মার চরিত্রটি। গল্পে দেখা যাবে, একজন ক্রাইম রিপোর্টার হিসেবে পেশা শুরু করেন সুব্রত। কিন্তু হঠাৎ কাজ চলে যাওয়ায় একজন বুড়ো, মদ্যপ গোয়েন্দার সঙ্গে বাধ্য হয়েই কাজ শুরু করতে হয় তাঁকে। নিজের অজান্তেই সে হয়ে ওঠে দুঁদে গোয়েন্দা। গল্পের প্লট উত্তরবঙ্গের ডুয়ার্সে।
এই ওয়েবসিরিজে সুপ্রভাতের সঙ্গে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী, বরুণ চন্দ, সমদর্শী দত্ত, সুদীপা বসু।