শুক্রবার ৩৩ বছর পূর্ণ করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি । তাঁর এই বিশেষ দিনে স্বামীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন অভিনেত্রী অনুষ্কা শর্মা । ইনস্টাগ্রামে দুজনের একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা । আর ক্যাপশনে জুড়েছেন দীর্ঘ আবেগঘন একটি লেখা । যেখানে নিজের মনের কথা উজাড় করে দিয়েছেন অনুষ্কা ।
ছবিতে, হলুদ সালোওয়ারে অনুষ্কা ও বিরাট পড়েছেন সাদা রঙের পাঞ্জাবি । দুজনের মুখেই প্রাণখোলা হাসি । এই ছবি পোস্ট করে অনুষ্কা ক্যাপশনে লিখেছেন, ‘এই ছবিটার জন্য ফিল্টারের দরকার নেই, ঠিক যেমন তোমার জীবনযাপনের ধরনে কোনও ভনিতা নেই । তুমি অন্তর থেকে সৎ এবং তোমার মধ্যে রয়েছে ইস্পাতের মতো সাহস । এমন সাহস যা সন্দেহকে এক নিমেষে ফিকে করে দেয় । তোমার মতো অন্ধকার থেকে নিজেকে টেনে বের করতে পারে এমন আর কাউকে আমি চিনি না । তুমি নির্ভীক, সেই কারণেই তুমি সবদিকে উন্নতি কর । আমি জানি আমরা সোশ্যাল মিডিয়ায় একে অন্যের সঙ্গে কথা বলার লোক নই, কিন্তু কখনও কখনও আমার ইচ্ছে করে চিৎকার করে গোটা পৃথিবীকে বলি যে তুমি কতটা অসাধারণ এক মানুষ । যাঁরা তোমাকে কাছ থেকে চেনেন, তাঁরা সৌভাগ্যবান । আমার প্রতিটা দিনকে আরও উজ্জ্বল ও সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ । শুভ জন্মদিন কিউটনেস !’
Virat Kohli : শুভ জন্মদিন বিরাট, সামনের পথটা কতটা কঠিন ভারতীয় অধিনায়কের জন্য ?
একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করার পর থেকে শুরু বিরাট-অনুষ্কার প্রেমকাহিনি । ২০১৭ সালে ইতালিতে দুজনের চার হাত এক হয় । চলতি বছরেই কোহলি পরিবারে নতুন সদস্যের আগমন হয় । কন্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা । ভামিকাকে নিয়েই এখন সুখেই দিন কাটছে বিরাট ও অনুষ্কার ।