"এসো মা লক্ষ্মী বস ঘরে, আমারই ঘরে থাক আলো করে ।" কোজাগরী পূর্ণিমায় বাঙালির ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী ।সংসারের সুখ-সমৃদ্ধি ও ধনদৌলতের কামনায় মায়ের আরাধনায় সামিল হন সাধারণ গৃহস্থ থেকে তারকা, প্রত্যেকেই । এবছর তো আবার তো দুদিন লক্ষ্মীপুজো । তাই মায়ের আরাধনায় মেতে উঠেছেন টলিউডের লক্ষ্মীমন্ত তারকারা ।
অপরাজিতা আঢ্যের বাড়ির লক্ষ্মীপুজো প্রত্যেকবছর খুব বড় করে হয় । অভিনেত্রী নিজে পুজোর সমস্ত আয়োজন করেন । তবে এবার ততটা জাঁকজমক হচ্ছে না । কারণ দু মাস আগেই তাঁর শ্বশুর মারা গিয়েছেন । তাই ঠাকুরমশাই দিয়ে এবার পুজো হচ্ছে না । তাই সমস্ত আয়োজন করে এবছর পুজো নিজেই করছেন অপরাজিতা । ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী । যেখানে মা লক্ষ্মীকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছেন অভিনেত্রী । আর ক্যাপশনে লেখা "আমার এ ঘরে থাকো আলো করে ।"
অন্যদিকে, ফল-ফুল মিষ্টি দিয়ে বেশ জাঁকজমকভাবেই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করেছেন । বাড়ির লক্ষ্মীপুজোর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী । ঘিয়ে ও লাল পেড়ে সিল্কের শাড়িতে সত্যিই লক্ষ্মীমন্ত দেখাচ্ছিল ইন্দ্রাণীকে ।