শারদোৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে সরব হলেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের শিল্পী-সাহিত্যিক-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবীরা। সাম্প্রদায়িক বিভাজন এবং ধর্মের নামে হানাহানির প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। সওয়াল করেছেন দুই বাংলার ঐক্য, সম্প্রীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পক্ষে।
লেখিকা তসলিমা নাসরিন একাধিক পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিমত জানিয়েছেন। সংখ্যালঘুদের অধিকারের পক্ষে সওয়াল করে কার্যত বাংলাদেশ সরকারকেই বিঁধেছেন তিনি। সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে পথে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। জমায়েত হয়েছে শাহবাগেও।
Watch: আলাস্কায় যৌথ প্রশিক্ষণে ভারত ও আমেরিকার সেনাবাহিনী
পিছিয়ে নেই এই বাংলাও। টুইটারে,ফেসবুকে প্রতিবাদে সরব হয়েছেন অপর্ণা সেন, ঋদ্ধি সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়রা। তাঁদের বার্তা, ভারত অথবা বাংলাদেশ - যেখানেই সংখ্যালঘু নির্যাতন হোক, সমস্বরে প্রতিবাদ ছাড়া বিকল্প নেই। বাংলাদেশ সরকারের প্রতি একটি খোলা চিঠিও লিখেছেন এই বাংলার বুদ্ধিজীবীরা।