আইএসএলের ২০২১(ISL 2021) মরশুমে এসসি ইষ্টবেঙ্গল(SC East Bengal) তাঁদের ক্যাপ্টেন করেছে দুরন্ত গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে(Arindam Bhattacharya) । এবার আইএসএলে বাঙালি গোলরক্ষকের(Goal Keeper) ওপরই ভরসা রাখল লাল হলুদ শিবির। প্রায় কোটি টাকার চুক্তিতে লাল হলুদের ঘরে এলেন টালিগঞ্জের এই গোলরক্ষক। তাঁকে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইষ্টবেঙ্গল(SC East Bengal)।
এসসি ইষ্টবেঙ্গলের এই সিদ্ধান্তে অরিন্দম নিজেও যথেষ্ট খুশি। ইষ্টবেঙ্গলের মতো বড়ো ক্লাব তাঁকে যে দায়িত্ব দিয়েছে, তা পালনে এখন মরিয়া এই বাঙালি গোলরক্ষক। তাঁর সহকারী করা হয়েছে অস্ট্রেলিয়ান(Australia) সেন্টার ব্যাক টমিস্লাভ মার্সেলাকে(Tomislav Mrcela)। কোচ ম্যানুয়েল দিয়াজ যথেষ্ট প্রশংসা করেছেন এই জুটির।
আগের মরশুমে অরিন্দম ছিলেন সবুজ-মেরুনে(ATK Mohun Bagan)। গতবার চোখধাঁধানো পারফরম্যান্সের পরেও দল থেকে তাঁকে বাদ দেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস(Antonio Lopez Habas)। তাঁর বয়সের কারণেই তাঁকে সরানো হয়েছে বলে স্পষ্ট করে দেওয়া হয়। এবার তার জবাব দিতেই মুখিয়ে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য।