সাউদাম্পটনের (Southampton) বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতল আর্সেনাল (Arsenal)। প্রিমিয়ার লিগে (Premier League) পরপর দুম্যাচে হারের পর প্রথম জয় পেল তাঁরা।
আর্সেনালের হয়ে প্রথমার্ধের ২১ মিনিটে গোল করেন আলেকজান্দ্রে লাকাজেতে। বুকায়ো সাকার ক্রস থেকে গোল করেন তিনি। শৃঙ্খলাভঙ্গের জন্য প্রথম একাদশে নেই আর্সেনালের অধিনায়ক পিয়েরে মরিক উবামিয়ঙ্গে। ২৭ মিনিটে আর্সেনালের হয়ে দ্বিতীয় গোল করেন মার্টিন ওডেগার্ড। ৬২ মিনিটে তৃতীয় গোল করেন আর্সেনালের ফুটবলার গেব্রিয়াল মাগালহেইস।
দ্বিতীয়ার্ধে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয় সাউদাম্পটন। আর্সেনালের রক্ষণ ভেঙে খাতা খুলতে পারেনি সাউদাম্পটনের ফুটবলাররা।