ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। তার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সেকথা মাথায় রেখেই সল্টলেক বিদ্যুৎ ভবনে সাংবাদিক বৈঠক করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। গুলাবের পর নিম্নচাপ নিয়ে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। নবান্নে কন্ট্রোলরুম খোলা হয়েছে, বিদ্যুৎ ভবনেও রয়েছে কন্ট্রোলরুম। সংবাদমাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের মাধ্যমে সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও প্রায় ১ কোটি 25 লক্ষ মানুষকে এসএমএসের মাধ্যমে সতর্ক করা হয়েছে। মন্ত্রী আরও জানান, রাজ্যের সমস্ত রিজিওনাল অফিসে কন্ট্রোল রুম চলছে। পাশাপাশি সমস্যার কথা মাথায় রেখে দেওয়া হয়েছে টোল ফ্রী নম্বর- 19121 এছাড়া হোয়াটস আপ নম্বরেও যোগাযোগ করা যাবে। নম্বর দুটি হল 8900793503 এবং 8900793504
অরূপ বিশ্বাস, বিদ্যুৎ মন্ত্রী (00:04-00:31)
২৪ ঘন্টা জরুরি ভিত্তিতে রাজ্যের বিভিন্ন জেলায় সাব স্টেশন গুলোতে বিদ্যূৎ কর্মীদের মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সর্তকতা বিদ্যুৎ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা শাসক, রিজিওনাল ম্যানেজারদের সাথে যোগাযোগ চলছে। তিনদিন ধরে চলবে। মঙ্গলবার সাড়ে 10 টার পর বিদ্যুৎ ভবনে এসে আবার রিভিউ মিটিং করবেন বলে জানান বিদ্যুৎ মন্ত্রী।