শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতার প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী তাপসী পান্নু । তাঁর কথায়, বড় পরিবারের সদস্য হওয়ায় যেমন সুবিধা রয়েছে, তেমনি অসুবিধাও রয়েছে । অর্থাৎ পজ়িটিভ ও নেগেটিভ দুটো দিকই আছে ৷ উল্লেখ্য, গত সপ্তাহে মাদকাকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে ৷ 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছ আদালত ৷ শুক্রবার তাঁর জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে ৷
আরিয়ানের গ্রেফতারি নিয়ে এক দৈনিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাপসী বলেন, " এটা পাবলিক ফিগার হওয়ার একটা অংশ ৷ পছন্দ হোক বা না হোক এই ধরনের প্রত্যেক বড় পরিবারকে (পাবলিক ফিগার) এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় ৷ সেলিব্রিটি হওয়ার যেমন পজ়িটিভ দিক আছে , তেমনই নেগেটিভ দিকও আছে ৷ এক বড় তারকা পরিবারের সুবিধা আপনিও ভোগ করতে পারেন ৷ তবে সেইসঙ্গে যে নেগেটিভ দিক রয়েছে, তারও মুখোমুখি হতে হবে ৷’’
গ্রেফতারির পর থেকেই আরিয়ানের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বলিউডের বহু তারকাকে ৷ খবর পাওয়ার পরই সলমন খান ছুটে গিয়েছিলেন মন্নতে ৷ পাশে থেকেছেন ঋত্বিক রোশন, সুজান খান ও ফারহা খানও ৷ আরিয়ানের গ্রেফতারি প্রসঙ্গে সুজানের মন্তব্য, 'ভূল সময়ে, ভূল জায়গায় ছিল আরিয়ান ৷' ঋত্বিক রোশন আরিয়ানের উদ্দেশে লেখা খোলা চিঠিতে জানিয়েছিলেন, ঈশ্বর তাঁর পরীক্ষা নিচ্ছে ।জীবনের এই কঠিন সময়ে তাঁকে বুঝতে হবে কোনটা ঠিক কোনটা ভুল ।