বলিউডের সুপারস্টার (Bollywood) শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আর্জির শুনানি হবে বুধবার।
আপাতত ক্রুজ মাদক মামলায় জেলে রয়েছে আরিয়ান। তাঁর জামিনের আর্জির শুনানি হচ্ছে বিশেষ NDPA আদালতে। এর আগে আদালত আরিয়ানের আর্জির ক্ষেত্রে সিদ্ধান্ত স্থগিত রেখেছিল।
Lakkhi Puja: আজ কোজাগরী লক্ষ্মীপুজো, অগ্নিমূল্য বাজার, আরাধনার প্রস্তুতি ঘরে ঘরে
গত ১৪ অক্টোবর বিশেষ এনডিপিএ আদালতে এনসিবি বলিউড তারকা শাহরুখ খানের ছেলের জামিনের আর্জির বিরোধিতা করেছিল। তারা দাবি করেছিল, আরিয়ান নিয়মিতভাবে মাদকাসক্ত। আরিয়ানকে ক্রুজ জাহাজ থেকে মাদক বাজেয়াপ্ত করার ঘটনায় গ্রেফতার করেছিল এনসিবি।