সোমবারও মিলল না মুক্তি ৷ জামিন পেলেন না শাহরুখ পুত্র আরিয়ান খান ৷ আপাতত জেলেই থাকতে হবে তাঁকে ৷ বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে ৷ এর আগে শুক্রবারও তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল ৷ শনি ও রবিবার আদালত বন্ধ থাকায় সোমবার মুম্বইয়ের সেশন আদালতে তাঁর জামিনের আবেদনের শুনানি ছিল ৷
জানা যাচ্ছে, সোমবারও মামলার শুনানিতে এনসিবি অর্থাৎ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেন ৷ এরপরই জামিনের আবেদন শুনানির পরবর্তী দিন ধার্য করা হয় বুধবার ৷ এমনই নির্দেশ দিয়েছে মুম্বইয়ের সেশন আদালত ৷
ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ান-সহ ৮ জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত। বৃহস্পতিবার রাতে আরিয়ান-সহ প্রত্যেককে রাখা হয় এনসিবি অফিসে। শুক্রবার সকালে মুম্বইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্টে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি ছিল । তবে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয় । সোমবার ফের আবেদন করা হলে, তাও খারিজ হয়ে যায় ৷ ফের বুধবার মামলার শুনানি রয়েছে ৷ আরিয়ান আদৌ ওইদিন মুক্তি পান কি না, নাকি জেলেই থাকতে হয় তাঁকে, সেটাই দেখার ৷