দীর্ঘ টালবাহানর পর অবশেষে ২৫ দিন পর জামিন পেলেন আরিয়ান খান(Aryan Khan) । বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট(Bombay High Court) । সেইসঙ্গে মুম্বই ক্রুজ ড্রাগ মামলায় অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাও জামিন পেয়েছে । শুক্রবার জামিনের কারণসহ বিস্তারিত আদেশ দেবেন আদালত ।
2 অক্টোবর মুম্বইয়ের ক্রুজ ড্রাগ মামলায় আরিয়ানকে আটক করে এনসিবি(NCB) । ৩ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয় । সেই থেকে জেলেই রয়েছেন আরিয়ান । এর আগেও দুবার জামিনের আবেদন খারিজ হয়ে যায় তাঁর । মুম্বইয়ের বিশেষ আদালত গত সপ্তাহে জামিন নাকচ করে দেয় । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে যায় আরিয়ানের আইনজীবি । সেখানেও বারবার শুনানি পিছোচ্ছিল । বৃহস্পতিবার, ফের এই মামলার শুনানি ছিল বম্বে হাইকোর্টে । এদিন, আরিয়ান জামিন পান কি না সেদিকেই নজর ছিল গোটা দেশের । অবশেষে জামিন মিলল । আরিয়ান-সহ মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টও জামিন পেয়েছে ।
জানা গিয়েছে, শুক্র বা শনিবারই বাড়ি ফেরার সম্ভাবনা রয়েছে আরিয়ানের । সেক্ষেত্রে, দীপাবলির আগেই মন্নতে ফেরার সম্ভাবনা রয়েছে শাহরখ পুত্রের ।