জিঙ্গল বেল জিঙ্গল বেল
জিঙ্গল অল দ্য ওয়ে
বড়দিন এসেই গেল । সান্টাও কিন্তু তাঁর উপহারের ঝুলি নিয়ে অন দ্য ওয়ে । ক্রিসমাস সেলিব্রেশনের মুডে কলকাতা । পার্ক স্ট্রিট থেকে চায়না টাউন...বাহারি আলোয় সেজে উঠেছে তিলোত্তমা । কেকের গন্ধে মঁ মঁ করছে শহরের আনাচ-কানাচ । ক্রিসমাস সেলিব্রেশনের প্ল্যানিং সেরে ফেলেছেন অনেকেই । কেউ ঘুরতে যাবেন, কারও আবার সিনেমা দেখার প্ল্যান, কেউ আবার বড়দিনের রাত কাটাবেন পার্ক স্ট্রিটে ভালবাসার মানুষের হাতে হাত রেখে । তবে, ক্রিসমাস সেলিব্রেশন ক্রিসমাস ট্রি, সান্টা ছাড়া অসম্পূর্ণ । তাইতো বড়দিনের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা ।
নিউ মার্কেট থেকে হাতিবাগান...রকমারি জিনিসের হাতছানি...ছোট-বড় মিলিয়ে বিভিন্ন আকারের
ক্রিস্টমাস ট্রি, রয়েছে বাহারি আলো, এছাড়া, সান্তা ক্লজের বড় বড় পুতুল. সান্তা টুপি, গিফট বক্স, চেন, বেল, স্টার আরও কত কী । একেবারে চোখ ধাঁধানো । ক্রিসমাসে ঘর সাজিয়ে তুলতে দোকানগুলিতে ভিড় করছেন শহরবাসী । তবে, এবার ক্রিসমাসে বিক্রি কেমন, কী কী জিনিস নতুন এসেছে, ঘুরে দেখল এডিটরজি বাংলা ।
হাতিবাগান মার্কেট । সারি দিয়ে দোকান । ক্রিসমাসের নানারকম জিনিস পাওয়া যাচ্ছে । কোন কোন জিনিস এবার নতুন এসেছে জেনে নিন ।
এক বিক্রেতা জানাচ্ছেন, এবার বড়দিনে বাজারে নতুন এসেছে গোপালের ক্রিসমাসের ড্রেস । সান্টা ক্লজের সাদা-লাল পোশাকের আদলেই তৈরি হয়েছে গোপালের নতুন জামা । ছোট থেকে বড়, বিভিন্ন সাইজের জামা রয়েছে । দাম ৫০ টাকা থেকে শুরু । ২০০টাকা পর্যন্ত । গোপালের এই জামা ভালই বিক্রি হচ্ছে বলে জানাচ্ছেন বিক্রেতারা ।
নতুন একধরনের হেয়ারব্যান্ড এসেছে । এছাড়া বাজারে রয়েছে নতুন ধরনের সান্তা চশমা । ৫০ টাকা থেকে দাম শুরু হচ্ছে । এছাড়া বিভিন্ন দামের রকমারি জিনিস রয়েছে ।
বিক্রি কেমন ?
কেউ বলছেন, বিক্রি মোটামুটি । কেউ বলছেন বাজার একেবারেই ভাল নয় । রাজু কটিক নামে এক বিক্রেতা জানাচ্ছেন, বিক্রি একেবারেই নেই । লোক নেই খুব একটা । তাঁর মতে, এখন দোকান অনেক বেড়েছে । তাই প্রতিযোগিতাও বেড়েছে । এছাড়া একটা শ্রেণির লোকের হাতে এখন টাকা-পয়সা নেই । আগের মতো বাজার আর নেই ।
জিনিসপত্রের দাম কি বেড়েছে ?
ক্রেতা থেকে বিক্রেতা ...প্রত্যেকেই বলছেন জিনিসপত্রের দাম এবার কিছুটা বেড়েছে । দোকানিরা বলছেন, সবকিছুর দাম বেড়েছে । সেক্ষেত্রে, দাম না বাড়ালে কীভাবে চলবে ?
মায়া পাইন নামে এক ক্রেতা জানাচ্ছেন, জিনিসপত্রের দাম বেড়েছে । যাতেই হাত দিচ্ছি, একটু পছন্দসই, সেটারই দাম একটু বেশি ।
তবে দাম বাড়লেও, সেলিব্রেশন থেকে পিছু হঠছেন না শহরবাসী । উৎসবমুখর বাঙালি কোনওকিছুতেই পিছিয়ে নেই । তবে, আবার কেউ কেউ বলছেন বড়দিনের সেই হিড়িক বা আমেজ আর আগের মতো নেই ।