এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন শাহরুখ পুত্র আরিয়ান খান(Aryan Khan) । বুধবারই তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বইয়ের NDPS আদালত । এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ হলেন আরিয়ান খানের আইনজীবী । এদিন, আরিয়ানের খানের পাশাপাশি মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টেরও জামিনের আবেদন খারিজ হয়ে যায় ।
বৃহস্পতিবার সকালেই বোম্বে হাইকোর্টে আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি হতে পারে । এদিকে, বৃহস্পতিবারই তাঁর বিচারবিভাগীয় হেফাজতের দিন শেষ হচ্ছে । বিশেষ আদালত তাঁর হেফাজত আরও বাড়াবে ।
Aryan Khan: ফের খারিজ শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আর্জি
এদিকে, এনসিবি দাবি করেছে ক্রুজে পার্টি চলাকালীন আরিয়ান কোনও এক বলিউড অভিনেত্রীর সঙ্গে মাদক নিয়ে কথা বলেছেন । এমনকী, কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে আরিয়ানের চ্যাটও প্রকাশ্যে এসেছে । এই সংক্রান্ত একটি রিপোর্টও তারা জমা দিয়েছে আদালতে ।
এদিকে, আরিয়ান খানের জামিন প্রত্যাখ্যানের পর এনসিবি জোনাল চিফ প্রথম প্রতিক্রিয়ায় বলেন, 'সত্যমেব জয়তে' । বিরোধীরা যা বলছে বলুক, কিন্তু তিনি তাঁর কাজ চালিয়ে যাবেন ।